সৈয়দের জন্য শ্রদ্ধাঞ্জলি : করি গান এ বুনো জোছনায়

শ্রদ্ধাস্পদ সম্পাদক
উত্তরাধিকার
বাংলা একাডেমী,ঢাকা।
সালাম ও শুভেচ্ছা। উত্তরাধিকার ভাদ্র ১৪১৭ সংখ্যাটি পেয়ে আনন্দিত হলাম। সব্যসাচী লেখক
আবদুল মান্নান সৈয়দ কে নিয়ে একগুচ্ছ লেখার আয়োজন এ আনন্দের উৎস।
কবি আবদুল মান্নান সৈয়দের সাথে আমার জানা সেই কৈশোর থেকে। আশি দশকের প্রারম্ভেই।
তাঁর ‘কবিতা কোম্পানী প্রাইভেট লিমিটেড’ আমাকে প্রথম প্রাণিত করে। মেই তার লেখা
জোখার মুগ্ধ পাঠক হয়ে যাওয়া। মনে হয় মুগ্ধতা এমন পর্যায়ে পৌঁছে ছিল তার এমন কোন
লেখা প্রকাশিত নেই, যা আমার পড়া হয়নি।
মাঝে মাঝে মনে হয় আমার ভেতরে যে সমালোচনাবোধ সেটি মান্নান সৈয়দেরই পড়তে থাকুন “সৈয়দের জন্য শ্রদ্ধাঞ্জলি : করি গান এ বুনো জোছনায়”